ভারত-বাংলাদেশের গভীর সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না

ভারত-বাংলাদেশের গভীর সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক রয়েছে। দুই দেশের সংস্কৃতি ও ভাষার ইতিহাস একে অপরের সাথে জড়িত। সেই হিসেবে দুই দেশের মধ্যকার গভীর দ্বিপক্ষীয় সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না’।

মঙ্গলবার (৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার পেট্রাপোলে ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষ এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে ভারত-বাংলাদেশ সীমান্তে গিয়েছিলেন অমিত শাহ।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক রয়েছে। আমাদের সংস্কৃতি, ধর্ম, রীতিনীতি এবং জীবনধারা হাজার হাজার বছর ধরে একে অপরের সাথে জড়িত। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কেউ কখনো নষ্ট করতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিএসএফ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে’।

এ সময় প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন তিনি।

অমিত শাহ বলেন, ‘ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষ শুধু দেশের অর্থনীতিকেই শক্তিশালী করে না, আমাদের সীমান্তে দেশের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করে’। এছাড়া ২০১৪ সাল থেকে বিজেপি সরকার সীমান্ত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ওপর জোর দিয়েছে বলে জানান মন্ত্রী।