ভারতকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা।
তাই ভারতের বিপক্ষে সুপার ফোরের আজকের ম্যাচটি দুই দলের জন্যই নিয়মরক্ষার।
এমন ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬৫ রান। এশিয়া কাপ জয় দিয়ে শেষ করতে এই রানের মধ্যেই শক্তিশালী ভারতকে আটকাতে হবে বাংলাদেশের।
পুরো আসর জুড়েই টপ অর্ডার ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ। ব্যাতিক্রম কিছু হয়নি শেষ ম্যাচেও। লিটন-তামিমদের বাজে শুরুর পর অবশ্য দলের হাল ধরেন মিডল অর্ডার ব্যাটাররা। বিশেষ করে সাকিব-হৃদয়। এই দুই জনের ফিফটিতে ভারতের বিপক্ষে লড়াই করার পুঁজি পেল বাংলাদেশ।
এরআগে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব। ফেরার আগে হৃদয়ের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন সাকিব। ৮৫ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে যান তিনি।
বাংলাদেশ এই ম্যাচে একাদশে পাঁচ পরিবর্তন এনেছে। নাঈমের জায়গায় একাদশে ফিরেছেন তানজিদ তামিম। মুশফিকের জায়গায় খেলছেন এনামুল হক। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুলের জায়গায় একাদশে ঢুকেছেন শেখ মাহেদী, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
বাংলাদেশের একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, এনামুল হক, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, শামীম হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, তিলক ভার্মা, ইশান কিষাণ, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা।