ভারতে নুডলস কারখানায় বিস্ফোরণ

ভারতে নুডলস কারখানায় বিস্ফোরণ

ভারতের বিহারের মুজাফফরপুরে একটি নুডলস কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবারের এই বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মুজাফফরপুরের শিল্পাঞ্চলে মোদি কুরকুরে অ্যান্ড নুডলস কারখানার একটি বয়লার থেকে এই বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশের অন্য কারখানার লোকজনও আহত হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন স্থানীয় এমপি, জেসা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, বয়লার বিস্ফোরণ এতোটাই শক্তিশালী ছিল যে, এর আওয়াজ পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। বিস্ফোরণে পাশের চিড়া ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় কারখানায় কতজন কাজ করছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বয়লার বিস্ফোরণে বিকট শব্দ হয়। এর জেরে এলাকার বাড়িঘরের দরজা-জানালা পর্যন্ত কেঁপে উঠে।