ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৯১, আক্রান্ত ৩৯০৭০

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। এসময় দেশটিতে কোভিডে মৃত্যু হয়েছে ৪৯১ জনের।
ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ৩৪ হাজার ৪৫৫। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৮৬২ জনের। দেশটিতে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬ দশমিক ৬৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণের হার ২ দশমিক ২৭ শতাংশ। আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৯১০ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৭৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৮২২।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ কোটি ৩৯ হাজার ১৮৫ জনের। অন্যদিকে একদিনে দেশটিতে ৫৫ লাখ ৯১ হাজার ৬৫৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫০ কোটি ৬৮ লাখ ১০ হাজার ৪৯২ জন টিকা পেয়েছেন ভারতে।