ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১৮৩

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১৮৩

ভারতে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫০ হাজার ৪০ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১১৮৩ জনের। আজ রবিবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছেন মোট ৫ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৬.৭৫ ভাগ।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ১০১ জনের। অন্য দিকে এক দিনে ভারতে ৬৪ লাখ ২৫ হাজার ৮৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩২ কোটি ১৭ লাখ ৬০ হাজার ৭৭ জন টিকা পেয়েছেন দেশে।