বরিশাল নগরে স্ত্রী হত্যা করে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ,স্বামী আটক

বরিশালে স্ত্রী হত্যার অভিযোগে বাপ্পি কর্মকার (২৮) নামে এক সব্যক্তিকে আটক করেছে পুলিশ। হত্যা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় বাপ্পি। গতকাল শনিবার দুপুরে হত্যা ঘটনা জানাজানি হয়ে পুলিশ বাপ্পিকে আটক করে।
গত শুক্রবার দিবাগত গভীর রাতে বরিশাল নগরের হাসপাতাল রোডের একটি বাসায় বাপ্পির স্ত্রী তিশা কর্মকারের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত তিশা কর্মকার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বাশতলা গ্রামের সুকদেব কর্মকারের মেয়ে। সে নগরীর হাসপাতাল রোডের বাসিন্দা বাপ্পী কর্মকারের স্ত্রী।
শুক্রবার রাত ১টার দিকে স্বামীর ঘরে তিশার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যরা দাবি করেছেন, তিশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. রাসেল জানান, তিশার হাতে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী বাপ্পী কর্মকারকে আটক করা হয়েছে। তিশার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।