ভিকারুননিসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুপুরের দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায়।
ধানমন্ডি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমৃতা চাকমা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল সাড়ে ছয়টার দিকে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আশপাশের লোকজনের মুখে জানতে পারি, নিজের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দিয়েছে ওই শিক্ষার্থী। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।