ভোট শুরুর ৩ ঘণ্টা পরই বর্জনের ঘোষণা কিশোরগঞ্জে বিএনপির

ভোট শুরুর ৩ ঘণ্টা পরই বর্জনের ঘোষণা কিশোরগঞ্জে বিএনপির

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী এহেসান কুফিয়া (ধানের শীষ প্রতীক) নির্বাচন বর্জন করেছেন।

রবিবার সকাল সাড়ে ১১টায় তার নিজ বাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন আশরাফের (নৌকা মার্কা)র লোকজন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া, ভোট কেন্দ্র দখল ও অনিয়মের  অভিযোগ তোলেন।

স্থানীয় সরকারের চলমান পৌরসভা নির্বাচনে চতুর্থ দফায় দেশের ৩৪ জেলার ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হ্ওয়া ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।