ভোটকেন্দ্র পরিদর্শনে ইঞ্জিনিয়ার মোশাররফ

ভোটকেন্দ্র পরিদর্শনে ইঞ্জিনিয়ার মোশাররফ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে এসেছেন আওয়ামী লীগের চসিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মিরসরাই আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০.৩৫ মিনিটের দিকে সিডিএ পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন তিনি।

তবে তিনি কেন্দ্রের ভেতরে প্রবেশ করেননি। বাইরে থেকে ঘুরে চলে যান।
এসময় নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।  

সিডিএ পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্রের বাইরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দীনকে তার নেতাকর্মীসহ অবস্থান করছে দেখা গেছে।


ভোরের আলো/ভিঅ/২৭/০১/২০২১