ভোলার গ্যাস দেশীয় কোম্পানি দিয়ে উত্তোলনের দাবি

বরিশাল বিভাগে গ্যাসভিত্তিক কারখানা নির্মাণ করে কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখা। একই সঙ্গে ভোলার গ্যাস বিদেশী কোম্পানি গ্যাজপ্রমকে ইজারা না দিয়ে, দেশীয় মালিকানা নিশ্চিত করে দেশীয় কোম্পানি দিয়ে উত্তোলন করার দাবি করা হয়েছে।
গতকাল মঙ্গরবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী এক বিবৃতিতে ওই দাবি জানানো হয়। বিব্রিতিতে তারা বলেন, ২০১৭ সালে ভোলার এই দ্বিতীয় গ্যাসক্ষেত্রটি আবিস্কার করে বাংলাদেশের বাপক্সে। তারা এই গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সক্ষম হলেও আমরা অবার বিষ্ময়ে লক্ষ্য করছি যে এই গ্যাস উত্তোলনে বিদেশি কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে চুক্তির নীল নকসা করা হচ্ছে। বিদেশী কোম্পানিকে দিয়ে এই গ্যাস উত্তোলনে খরচ হবে প্রায় দ্বিগুণ। যা জাতীয়ভাবে আত্মনির্ভরশীল হওয়ার পথে বড় বাধা। তাই অবিলম্বে বিদেশি কোম্পানী গ্যাজপ্রমের সঙ্গে কোন চুক্তি না করে দেশিয় কোম্পানী বাপেক্স- পেট্রো বাংলার সাহায্যে ভোলার গ্যাস অনুসন্ধান-উত্তোলন করতে হবে। ভোলার গ্যাস বিদেশী কোম্পানি গ্যাজপ্রমকে ইজারা না দিয়ে, দেশীয় মালিকানা নিশ্চিত করে ভোলার গ্যাস দেশীয় কোম্পানি দিয়ে উত্তোলন এবং বরিশাল বিভাগে গ্যাসভিত্তিক কারখানা নির্মাণ করে কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এই দাবিতে আজ বুধবার বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ-মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিল-সমাবেশ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।