ভোলার ১১ জেলে নিয়ে সাগরে ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১১ জন জেলে ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে ঝড়ের কবলে পরে এফবি মায়ের দোয়া নামের মাছ ধারার ট্রলারটি ডুবে যায় । ঝড়ের কবলে পড়া ট্রলার থেকে ৩ জেলে জীবিত উদ্ধার হলেও পাঁচদিন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ট্রলার মালিক নিরব সহ ৮ জেলে।
সোমবার (৬ সেপ্টেম্বর ) ভোড় রাতে বঙ্গোপসাগরের মহিপুরা পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝড়ের কবলে পড়া ট্রলার থেকে জীবিত ফিড়ে আশা সিরাজ কারিগর মাঝি।
তিনি বলেন, রবিবার ৫ সেপ্টেম্বর দুপুরে ভোলার ভেদুরিয়া ইউনিয়নে তাদের বাড়ি থেকে সড়ক পথে যাত্রা শুরু করে চরফ্যাশন এর সামরাজ মাছ ঘাটে বিকালে পৌচ্ছায়। সেখান থেকে সন্ধ্যায় মাছ শিকারের উদ্দেশ্য বঙ্গোপসাগরে গিয়ে মাছ শিকার শুরু করেন। মাছ ধরার ঝাল অধেক তোলার পরে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার উল্টে যায়। এ সময় তারা সবাই ট্রলারের ভিতরে কেবিনে অবস্থান করছিলেন। এক পর্যায়ে সেখান থেকে তিন জন জিবিত বের হয়। এবং ট্রলারে থাকে প্রুট( প্যাস্টিক) এর সাহায্য ভাসতে থাকেন। এক পর্যায়ে সাগরের এক প্রান্তে পোচ্ছালে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে চরফ্যাশনের সামরাজ ঘাটে নামিয়ে দেয়। এবং বাকি ৮ জেলে কোথায় আছে কিভাবে আছে তাদের কোন হোদিছ পাওয়া যায়নি বলে জানান তিনি।
ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৮ জেলেরা হলেন, মোঃ নিরব, মোঃ রুবেল, মোঃ সিরাজ, মোঃ ইউসুফ, মোঃ শহীদ ঝিলাদার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বজলুর রহমান, দেলোয়ার চৌকিদার।
এছাড়াও সিরাজ কারিগর, জাহাঙ্গীর হাওলাদার ও মজিদ মাঝি জীবিত ফিরে আসেন। এরা সবাই ভেলুমিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। জানা যায়, তারা চরফ্যাশন এর সামরাজ মাছ ঘাটের নয়ন মাঝির আরদে মাছ বিক্রি করতেন।
নিখোঁজ জেলের তথ্য নিশ্চিত করে ভেলুমিয়া ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান মহসিন খান বলেন, ভেলুমিয়া ইউনিয়ন থেকে ১১ জন জেলে সাগরে মাছ শিকার গিয়ে ঝড়ের কবলে পড়ে। সেখান থেকে তিন জেলে জীবিত ফেরত আছেন এবং বাকি ১১ জেলে এখনো নিখোঁজ আছেন। এ সময় তিনি নিখোঁজ জেলেদের উদ্ধার করার দাবি জানান।
এদিকে ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডকে জানানো হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
তিনি আরও জানান, ঝড়ের কবলে পড়া নিখোঁজ ও জীবিত ফিরে আশা জেলে পরিবারের কে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।