'মাদকমুক্ত বরগুনা চাই' এই দাবি নিয়ে বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি।
মানববন্ধনে অংশ গ্রহণ করে, বরগুনা জেলা মহিলা পরিষদ, সচেতন নাগরিক কমিটি( সনাক) পরিবেশ আন্দোলন, বরগুনা জেলা রোভার স্কাউট, আলোক যাত্রা, লোক বেতার, ও বরগুনার সর্বস্তরের মানুষ। সকল সংস্থার বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সকলের উদ্দেশ্যে মাদক মুক্ত সমাজ গড়ার বিষয় আলচনা করেন ও পরামর্শ দেন।