ভোলায় বিএনপির সমাবেশে পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে দুদিনের কর্মসূচি

ভোলায় বিএনপির সমাবেশে পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে দুদিনের কর্মসূচি

ভোলার সমাবেশে পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভসহ দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রবিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

আগামীকাল সোমবার সারাদেশে জেলা পর্যায়ে গায়েবানা জানাজা। ঢাকায় হবে বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ২ আগস্ট ঢাকাসহ সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে।

মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উন্মোচন হয়েছে। একদলীয় শাসন প্রতিষ্ঠা ব্যবস্থা, বিনা ভোটে সরকার গঠন করা এবং জনগণের ন্যায্য দাবিগুলো পদদলিত করা সেটা প্রস্ফুটিত হয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।