সোমবার থেকে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি

সোমবার (১ অগাস্ট) দেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)।
রোববার টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির নির্ধারিত দোকান বা স্থায়ী অবকাঠামো থেকে পণ্য বিক্রি চলবে।
এবারের কর্মসূচিতে একজন কার্ডধারী ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল ও ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
টিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্রয় সূচি সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারণ করা হবে।
স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে নিত্য পণ্য সরবরাহে টিসিবির ‘ট্রাক সেল’ কর্মসূচি বন্ধ করে ফ্যামিলি কার্ডের আওতায় পণ্য বিক্রির এ নতুন কার্যক্রম জুনে শুরু করে টিসিবি।
এ কার্যক্রমের অধীনে স্থানীয় সরকার প্রশাসনের মাধ্যমে দেশে এক কোটি নিম্ন আয়ের মানুষের কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।