ভোলায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

ভোলায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

ভোলার বোরহানউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।

শুক্রবার রাত ১০টায় উপজেলার বড়মানিকা ইউনিয়নের বাটামারা পীরের বার্ষিক ওয়াজ মাহফিল এলাকায় বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই বেলুন বিক্রেতা মো. নিরব ও হাসনাইন নামের এক কিশোর মারা যান। হাসনাইন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদশা হাওলাদারের ছেলে এবং নিরবের বাড়ি ভোলা সদর উপজেলায়।

আহতদের বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা করা হয়েছে এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, বাটামারা মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের মাঠ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয়ের নিহত নিরব ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিলেন।


ভোরের আলো/ভিঅ/২১/২০২০