লুসি হল্টের শয্যাপাশে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

লুসি হল্টের শয্যাপাশে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাহতদের চিকিৎসা সেবা দিয়ে অসামান্য অবদান রাখা দ্বৈত নাগরিক অসুস্থ হেলেন ফ্রান্সিস লুসি হল্টকে দেখতে হাসপাতালে গিয়েছেন বরিশালের জেলা প্রশাসনক জসীম উদ্দীন হায়দার। এসময় তিনি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে কথাও বলেন। পাশাপাশি তার চিকিৎসা জন্য ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেন।

গতকাল শনিবার দুপুর ১ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জেলা প্রশাসক চিকিৎসাধীন লুসির সুস্থতা কামনা করে ফল ও ফুল নিয়ে শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, সিস্টার লুসি হল্টের চিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শেবাচিম হাসপাতালেল সমাজসেবা অফিসার দিলরুবা রইচি, সাংবাদিক অপূর্ব অপু।

উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে সিস্টার লুসি অক্সফোর্ড মিশনে তাঁর নিবাসে অসুস্থ হয়ে পড়লে মিশনের চিকিৎসকের পরামর্শে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসকেরা সিস্টার লুসি হল্টের শারীরিক পরীক্ষানিরীক্ষার পর জানান, তাঁর রক্তচাপ মাত্রাতিরিক্ত এবং এ কারণে মষিÍষ্কে রক্ত চলাচল সীমিত হয়ে একটি ছোট স্ট্রোক হয়েছে। পরে তাঁকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়াডের পঞ্চম তলার একটি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।