মঠবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মুন্সির ইন্তেকাল

পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় উপজেলা আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবর রহমান মুন্সি (৬৮) আর নেই।
বৃহস্পতিবার দিবাগত রাত ১:৫০ মিনিটের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা নামাজ মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, দ্বিতীয় জানাজা বাদ জুম্মা মাঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে এবং সর্বশেষ আজ আছর বাদ তার নিজ বাড়ি পূর্ব পাতাকাটা জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।