মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন

মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ।

এ উপলক্ষে সোমবার রাতে ইউনিয়ন শ্রমিকলীগ কালিরহাট বাজারে আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় স্থানীয় আ.লীগ নেতা মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন মুন্সীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন ফকির, ওয়ার্ড আ.লীগ সভাপতি নেতা ইমাম হোসেন, সাধারণ সম্পাদক হারুণ কাজী, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহম্মেদ, শ্রমিক লীগ নেতা জুলফিকার আমীন সোহেল, যুবলীগ সাংগঠনিক সম্পাদক আলভী আলামীন, সহ সম্পাদক শাহ আলম সিকদার, শ্রমিক লীগ নেতা ফজলুল হক টুকু, রফিকুল ইসলাম শাহীন খান, নাসির হোসেন জামাদ্দার, সোহাগ আহম্মেদ প্রমূখ।

পরে বেতমোর রাজপাড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে ফজলুল হক টুকু ও সাধারণ সম্পাদক হিসেবে তাজউদ্দিন আহম্মেদ টুকুর নাম ঘোষণা করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।