মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা বিএনপি‘র এক অংশ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক বাদলের নেতৃত্বে রোববার বিকেলে পৌরশহরের সমবায় মার্কেটে দলীয় কার্যালয়ে কোরানখানী আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আপর দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালের নেতৃত্বে বালুর মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।