মঠবাড়িয়ায় পাঁচ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু

পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুন ২০২১ এর মধ্যে সকল ভূমি মালিকদের প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর আদায় করার লক্ষে এ ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে।
রবিবার (৬ জুন) দুপুরে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন পিরোজপুর জেলা কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু এর সাথে যুক্ত হয়ে পাঁচ দিনব্যাপী এ ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কানুনগো শেখ জামশেদ হোসেন, ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা মোঃ ছাইয়েদুর রহমান, গোবিন্দ চন্দ্র সমাদ্দার, মোঃ খলিলুর রহমান, মোঃ জিল্লুর রহমান, সার্টিফিকেট সহকারী পুলক চন্দ্র রায়, নাজির সুমন কৃষ্ণ বড়ালসহ স্থানীয় ভূমি মালিকগন প্রমুখ।
সেবা সপ্তাহের প্রথম দিনে উপজেলা ভূমি অফিস চত্বরে সেবারে স্টল,বিভিন্ন স্লোগান ও সচেতনতা মূলক র্যালী এর মাধ্যমে উপজেলার ভূমির মালিকদেরকে সচেতনতা করাসহ পুরো ৫ দিন বিভিন্ন আয়োজনের মাধ্যমে সেবা সপ্তাহ পালন করা হবে বলে জানা যায়।
সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানান, ১০ জুন পর্যন্ত এ ভূমি সেবা সপ্তাহে বিনামূল্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর রেজিষ্ট্রেশন, ভিপি ও ভিটি একসনা বন্দোবস্তের আবেদন, ভূমি উন্নয়ন করের দাখিলা প্রদান, নামজারির খতিয়ান হস্তান্তরসহ ভূমি বিষয়ক অন্যান্য সেবা ও পরামর্শ প্রদান করা হবে।