মঠবাড়িয়ায় বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ

মঠবাড়িয়ায় বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির কেন্দ্রঘোষিত ১০ দফা দাবিতে উপজেলার ইউনিয়ন পর্যায়ে পদযাত্রায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ( ১১ ফেব্রুয়ারি) সকালে মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপজেলার ১১ টি ইউনিয়নে পদযাত্রা ও লিফলেট বিতরণ শুরু করে। এতে পুলিশ ও আওয়ামীলীগ সমর্থকরা বাঁধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি’র নেতাকর্মীরা । কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডঃ রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক বাদল, জসিম উদ্দিন ফরাজী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ।

এদিকে আ‘লীগ সমর্থদের হামলায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক (৪০) ও বিএনপি নেতা মোস্তফা মোল্লাকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন ইয়াসিন (৩৬), মিরাজ জমাদ্দার (৩৬), সরোয়ার হোসেন (৪২), রিপন হাওলাদার (৩০), মিজানুর রহমান (৩৫), রফিক রাজা (৩২), ফোরকান (১৮), রিপন জমাদ্দার (৩৮)।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বলেন, শান্তিপূর্ণ ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে পথে পথে পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বাঁধা প্রদান করেছে। আমড়াগাছিয়ায় যুবলীগ-ছাত্রলীগের হামলায় ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। বাঁধা উপেক্ষা করেও ১১ ইউনিয়নে আমরা কর্মসূচি পালন করতে সক্ষম হয়েছি।