মঠবাড়িয়ায় মেয়াদত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা

মঠবাড়িয়ায় মেয়াদত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়াদত্তীর্ণ ঔষধ মজুদ রাখা ও ড্রাগ লাইসেন্স নবায়ন না করার অভিযোগে একটি ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে পৌর শহরের কে এম লতিফ সুপার মার্কেট ও হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত।

তিনি জানান, হাওলাদার ফার্মেসী নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

ফার্মেসীতে মেয়াদউত্তীর্ণ ঔষধ ও নবায়নকৃত লাইসেন্স না থাকায় ড্রাাগ সুপার, পিরোজপুর ভ্রাম্যমাণ আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। এমন অভিযোগ পেয়ে আজ আমরা সংশ্লিষ্ট এলাকার ফার্মেসীগুলোতে অভিযান পরিচালনা করি। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত করা হবে বলেও জানান এ কর্মকর্তা।এ সময়ে মঠবাড়িয়া থানা পুলিশ তাকে সার্বিক সহযোগিতা করেন।