মঠবাড়িয়ায় শিশুদের নিয়ে ফল উৎসব

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জেলে পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গ্রীষ্মকালীন দেশী-বিদেশি নানা প্রজাতির ফল সমাহার নিয়ে “ফল উৎসব” এর আয়োজন করে হাতে খড়ি ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলার বড়মাছুয়া ইউনিয়নে বলেশ্বর তীরবর্তী খেজুরবাড়িয়া গ্রামে হাতে খড়ি ফাউন্ডেশনের উদ্যােগে ফলের স্টল নিয়ে শিক্ষার্থী'রা এ ফল উৎসবের মেতে উঠে।
দুপুরে হাতে খড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ ফিতা কেটে এ গ্রীষ্মকালীন ফল উৎসব উদ্বোধন করেন।
উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, চালতা, কামরাঙা, জলপাই, পেঁপে,ডেউয়া, ড্রাগন, নাশপাতি, লটকন, সফেদা, আপেল, কমলা, তরমুজ, কলা, বেল, তালসহ দেশীয় ফল স্থান পায়।
আয়োজকরা জানান, বর্তমান সময় শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ফল দেখলো, নাম জানা নেই ফলের। তাই ফলের সাথে তাদের পরিচয় করে দিতে এ উৎসবের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীরাও বাড়ী থেকে বিভিন্ন ফল সংগ্রহ করে দোকান সাজিয়ে রাখে। এতে তাদের ভেতরে একধরনের আনন্দ অনুভব হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সজীব মিত্র জানান, গ্রামের শিক্ষা-প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীকে প্রশ্ন করলে সে টানা বিভিন্ন দেশীয় ফলের নাম বলতে পারবে এবং সে দেখলে যেন বলতে পারবে কোনটা কোন ফল। গ্রীষ্মকালীন ফল উৎসব করে আসছি, শিক্ষার্থীদের সঙ্গে ফলের পরিচয় করে দেওয়া জন্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া শাখার সভাপতি পলাশ বৈরাগী,দুর্জয়, সুমাইয়া প্রমুখ।