সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল প্রাথমিক শিক্ষকের প্রাণ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বেপরোয়া ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ওসমান গণি (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে উপজেলার মধুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ওসমান ধোবাউড়া উপজেলার সাধুয়ারকান্দা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, রাতে ময়মনসিংহ থেকে কাজ শেষে ওসমান গণি ধোবাউড়ায় ফিরছিলেন। পথে তারাকান্দা-ফুলপুর সড়কের মধুপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ভোরের আলো/ভিঅ/০৮/০২/২০২১