মঠবাড়িয়ায় ‘দোগনা’ ও ‘ভূতা’ খালের অবৈধ বাঁধ অপসারণের দাবী

মঠবাড়িয়ায় ‘দোগনা’ ও ‘ভূতা’ খালের অবৈধ বাঁধ অপসারণের দাবী

 পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামে ‘দোগনা’ ও ‘ভূতা’ খালের অবৈধ বাঁধগুলো দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (৬ আগষ্ট) সকাল ১১টায় স্থানীয় বড়শৌলা বাজার সংলগ্নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাদুরাসহ ওই অঞ্চলের ৫ শতাধিক ভুক্তভোগী কৃষক, মৎস্যজীবী, শ্রমজীবী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, বিশখালী-বলেশ্বর দুই নদীর সংযোগ ‘দোগনা’ ও ‘ভূতার’ খালে সংঘবদ্ধ ভূমিদস্যুদের একাধিক বাঁধের কারণে শত-শত একর কৃষিজমি অনাবাদি হয়ে পড়েছে। মাছের চারণক্ষেত্রও এখন ধ্বংসের মুখে। দীর্ঘসময় ধরে এই অবৈধ বাঁধ থাকার কারনে এ অঞ্চলের কৃষি নির্ভর খেটে খাওয়া মানুষের মুখে আর হাসি নেই। জলাবদ্ধতায় ফসল হানী হচ্ছে, তিন ফসলী জমি এক ফসলে পরিনত হয়েছে। একদিকে যেমন বর্ষায় জলাবদ্ধতায় ভূগছে মানুষ অন্যদিকে শুকনো মৌসুমে তীব্র পানি সংকটে নানা রকম কৃষি উৎপাদন ব্যহত হচ্ছে।

দেশীয় মৎস ও ফলের উৎপাদন প্রচন্ডভাবে হ্রাস পেয়েছে। পেশাদার ও অপেশাদার শত শত মৎসজীবি বেকার হয়েছে। এ খালের বাঁধ এখন আমাদের গলার কাটা। এ বাঁধ কেটে না দিলে কৃষিজীবীদের হত্যা করার সামিল হবে বলেনও বক্তারা জানিছেন।

এ সময় বক্তারা এ খালের সকল অবৈধ বাঁধগুলো দ্রুত অপসারণ করা জোড় দাবি জানান।