মঠবাড়িয়ায় “ইয়াস”-এ ক্ষতিগ্রস্তদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

মঠবাড়িয়ায় “ইয়াস”-এ ক্ষতিগ্রস্তদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের উদ্যোগে মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় “ইয়াস”-এ  ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তুষখালী ইউনিয়নে ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, বৃষ্টি  প্রতিরোধক তাবু ও করোনা কালীন স্বাস্থ্য সুরক্ষার হাইজিং বক্সসহ বিভিন্ন মালামাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের সহকারি পরিচলাক ইকবাল মাসুদ, মঠবাড়িয়া ইউনিট টিম লিডার মো. ইকবাল হোসেন, পিরোজপুর ইউনিটের টিম লিডার জুলকার নাঈম তীর্ব্য, যুব প্রধান শুভদ্বীপ মিকদার শুভ, মঠবাড়িয়া ইউনিটের যুব টিম লিডার পলাশ বৈরাগী সহ বিভিন্ন গ্রুপের ৩০ জন সদস্য।