মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদের পক্ষ থেকে মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদের পক্ষ থেকে মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র ১৬৮তম জন্মদিন উপলক্ষে সরকারি বরিশাল কলেজ (মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র বাসস্থান)-এ মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদের আয়োজনে ‘অশ্বিনী মেলা ২০২৩’ উদ্বেধন করায় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্কে কৃতজ্ঞতা পত্র ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সৌজন্য সাক্ষাৎ সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দরা।

গত শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে নেতৃবৃন্দরা এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদের সভাপতি স্নেহাংশু বিশ্বাস, সহ সভাপতি দেবাশীষ চক্রবর্ত্তী, সহ- সাধারণ সম্পাদক আশরাফুর রহমান সাগর, অর্থ সম্পাদক মো. শাহেদ, সদস্য অপূর্ব গৌতম, সুজয় সেন, সুকান্ত অপি, দেবাশীষ দাস দেব, প্রসেনজিত মন্ডল, তানজিলুর রহমান নাঈম, সোভন, ইমরান, মাহফুজ নুসরাত প্রমুখ।

এ বিষয়ে মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদের সভাপতি স্নেহাংশু বিশ্বাস জানান, অভিভক্ত ভারতের খ্যাতনামা রাজনীতিবিদ, মহান শিক্ষাব্রতী, সমাজসেবী, লেখক, চিন্তাবিদ, সমাজ সংস্কারক, বরিশালের নবজাগরণের অগ্রদূত মহাত্মা অশ্বিনী কুমার দত্ত'র ১৬৮তম জন্মদিন উপলক্ষে সরকারি বরিশাল কলেজ(মহাত্মা অশ্বিনী কুমার দত্ত'র বাসস্থান) প্রাঙ্গণে  মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ, বরিশাল আয়োজিত ‘অশ্বিনী মেলা ২০২৩’ সিটি মেয়র উদ্বেধন করায় মেলার সৌষ্ঠব বৃদ্ধি পেয়েছে। এতে আয়োজনটি সফলতা লাভ করেছে। এছাড়ও মুক্তিযুদ্ধের স্মৃতি বধ্যভূমি সংরক্ষণে তাঁর ভূমিকা অনস্বীকার্য। অন্যদিকে শতবর্ষী অশ্বিনী কুমার হলের সংস্কার এবং মুল ফটকের উপরে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র প্রতিকৃতি স্থাপন করে তিনি ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবেন।

তিনি আরো জানান, বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনার এর শোভাবর্ধন এবং শহিদ মিনারকে আরও আধুনিক করার জন্য মেয়রের উদ্যোগ প্রশংসার দাবী রাখে। তাঁর এ বদান্যতায় মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ বরিশাল আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রকাশ করে।