মহিপুরে বিএমএসএফ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

মহিপুরে বিএমএসএফ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

মহিপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) বিকেলে কুয়াকাটা পৌর মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের মহিপুর থানা শাখার সহ সভাপতি সোহেল মাস্টার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বশির আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন, কুয়াকাটা নৌ পুলিশের অফিসার ইনচার্জ মো. দেলোয়ার, বাংলাদেশ মোফস্বল সাংবাদিক ফোরামের মহিপুর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কেএম জহির, সভায় সংগঠনের মহিপুর শাখার অন্যান্য সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এর আগে একটি  র‍্যালি বের হয়ে কুয়াকাটা পৌরসভা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভা প্রাঙ্গণে শেষ হয়।