মহিলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মহিলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে অসহায় ৫০ নারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া ডা. শিখা সাহার উদ্যোগে সাবান ও মাস্ক দেওয়া হয়।

 বৃহষ্পতিবার বিকেল ৪টায় নগরীর শ্রীনাথ চ্যাটার্জী লেনে বাংলাদেশ মহিলা পরিষদ  বরিশাল জেলা শাখা কার্যালয়ে ওই শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে একটি করে কম্বল দেওয়া হয়।


শীতবস্ত্র (কম্বল) সাবানও মাক্স বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি নুরজাহান বেগম, প্রফেসর শাহ-সাজেদা, সাধারণ সম্পাদক পুস্প চক্রবতী, সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, সদস্য শাহিদা বেগম, হোসনে আরাসহ অন্যান্য সদস্যবৃন্দ।