মাটির নিচে মদের গোডাউন

মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ মজুদ রাখতো একটি চক্র। পরে সেগুলো বিক্রি করতো সিলেট বিভাগের বিভিন্ন স্থানে। অবশেষে এই গোপন সুড়ঙ্গের খবর পায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, অভিযানে চালিয়ে জব্দ করে বিপুল পরিমাণ চোলাই মদ। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার বিকাল পৌনে ৫টার দিকে শ্রীমঙ্গল থানাসদর এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে গভীর সুড়ঙ্গের সন্ধান পায়। দীর্ঘ সময় সেখানে অভিযান চালিয়ে সেই সুড়ঙ্গ থেকে মদ তৈরির সরঞ্জামাদি ও বিশেষ কায়দায় ড্রামভর্তি করে রাখা ৪ হাজার ১৫ লিটার দেশিয় চোলাই মদ জব্দ করে র্যাব। এসময় মদন নায়েক (২৪) ও সঞ্জু নায়েক (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা দুজনই শ্রীমঙ্গল থানার টিপড়াছড়া চা বাগানের বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানান, চোলাই মদের গোপন আস্থানা তৈরি করে দীর্ঘদিন থেকে তারা এসব বিক্রি করে আসছেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির চোখ ফাঁকি দিতে মাটির নিচে গোপন সুড়ঙ্গ করে চোলাই মদ সংরক্ষণ করতেন তারা। গ্রেফতারকৃত মদন নায়েক ও সঞ্জু নায়েককে পরে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে র্যাব।