মাথাবিহীন মরদেহ উদ্ধার

মাথাবিহীন মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার  দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিরিবিলি এলাকায় এক নারীর মাথাবিহীন মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-একদিন আগে হত্যার পর মরদেহ ওই নির্জন জায়গায় ফেলা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, এই এলাকার একটি পরিত্যক্ত স্থানে হাত-পা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পরে অজ্ঞাত ওই নারীর দেহের অংশ বিশেষগুলো উদ্ধার করে পুলিশ। 
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


ভোরের আলো/ভিঅ/২৭/১২/২০২০