মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান

সকল মাদক সেবি ও বিক্রেতাদের মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আবারো আহবান জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম।
রবিবার সকাল ১১টায় নগরীর পুলিশ লাইনস মিলনায়তনে বক্তৃতায় এ আহবান জানান তিনি। ডিআইজি আরো বলেন, মাদকের কারনে ব্যাক্তি, পরিবার, সমাজ সবই নষ্ট হয়। তাই মাদক ছেড়ে সুপথে আসতে বলেন তিনি।
ইতোমধ্যে আত্মসমর্পনের মাধম্যে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক সেবি ও ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় উপলক্ষে এই সভার আয়োজন করে বরিশাল জেলা পুলিশ। গতকাল ৬জন মাদক সেবী ও ব্যবসায়ী আত্মসমর্পন করে। তাদেরকে ফুল এবং উপহার দিয়ে গ্রহন করেন অতিথিরা। এর আগে গত বছর ২২৩জন মাদক সেবী ও ব্যবসায়ী আত্মসমর্পন করে। তাদেরকে ইতিপুরর্বে সেলাই মেশিন ভ্যান সহ কর্মমূখি নানা অনুদান দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ৬জন আত্মসমর্পন করলো।
আত্মসমর্পন কারীদের পুনর্বাসনের জন্য তাদের সমন্ময়ে স্বপ্ন তরী নামে একটি সমিতি গঠন করা হয়। এই সমিতির মাধ্যমে আত্মসমর্পন কারীরাদের ভবিষৎ জীবন উন্নয়নের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে অনুষ্ঠানের আয়োজক জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতা করেন ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআই জি এহসান উল্লাহ, মহিউদ্দিন মানিক বীল প্রতিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, নারীনেত্রী রাহিমা সুলতার কাজল। এছাড়া বিভিন্ন থানার ওসি এবং আত্মসমর্পন কারীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এর আগে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।