মাদক মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে পরীমনি

মাদক মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে পরীমনি

রাজধানীর বনানী থানায় করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচারিক আদালতের অভিযোগ (চার্জ) গঠনের আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি। 

রবিবার তার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না হাইকোর্টে আবেদনটি করেন। 

এতে বেশকিছু গ্রাউন্ডে (যুক্তি) পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন ও মামলার কার্যক্রম বাতিলের আরজি জানানো হয়।  গত ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।   

অ্যাডভোকেট জেড আই খান পান্না দেশ রূপান্তরকে বলেন, ‘এফআইআরেই লেখা আছে পরীমনিকে গ্রেপ্তারের ২৬ ঘণ্টা পর এফআইআর হয়েছে। তার বাড়িতে র‌্যাব  যাওয়ার আগে থানাকে অবহিত করেনি। এ ছাড়া সে (ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে পরীমনির করা মামলা) যে মামলা করেছিল তার কাউন্টারে এই মাদক মামলা হয়েছে। আর যে মাদক উদ্ধার করা হয়েছে সেটি তার নয়, এটা কিছুতেই তার বাড়ি থেকে উদ্ধার হয়নি। আমাদের কাছে প্রমাণ আছে। এসব বিষয় শুনানিতে উল্লেখ করব।’ 

চলতি সপ্তাহেই হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান আইনজীবী। 

গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বনানীর ১২ নম্বর সড়কের বাসায় অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, মদের বোতলসহ অন্যান্য মাদক জব্দ করে র‌্যাব। এরপর তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ মামলায় ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান পরীমনি। 

গত ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের নামে ঢাকার সংশ্লিষ্ট আদালতে অভিযোগ দেয় সিআইডি। এরপর ১৫ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তিন  আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।