হু হু করে দাম বাড়ছে রডের

হু হু করে দাম বাড়ছে রডের

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে পাল্লা হু হু করে দাম বাড়ছে নির্মাণশিল্পের অন্যতম উপকরণ রডের দাম। সপ্তাহখানেক আগেও প্রতি টন রডের দাম ছিল ৭৫ হাজার টাকা। গতকাল সোমবার সেই রডের দাম বেড়ে ৮০ হাজার টাকায় দাঁড়িয়েছে।

পাঁচ মাস আগেও প্রতি টন রড বিক্রয় হতো ৫৫ হাজার টাকা। এই সময়ে টন প্রতি দাম বেড়েছে ২৫ হাজার টাকা।

মিল মালিকরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে রড তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপের দাম যেভাবে বাড়ছে, তাতে দেশীয় বাজারে এর দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, তা নিশ্চিত করে বলা যায় না।

রডের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকারের চলমান উন্নয়নকাজ তথা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বড় ধরনের ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি পর্যায়ে আবাসন শিল্প গভীর সঙ্কটের মুখে পড়বে। আবাসন খাতের বড় একটি অংশ ব্যয় হয় রডের পেছনে। সে জন্য রডের দাম বাড়লে এই শিল্পে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে।

দেশে রডের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পেছনে একাধিক কারণকে দায়ী করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এগুলো হলো- আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধি, জাহাজ ভাড়া, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি এবং করোনা পরবর্তী সারা বিশ্বে রডের চাহিদা বেড়ে যাওয়া।

আগে আন্তর্জাতিক বাজারে প্রতি টন স্ক্র্যাপের দাম ছিল ৩৩০ ইউএস ডলার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৫০০ থেকে ৫৭০ ডলারে।