মাদকাসক্ত আসামি ছাড়ানোর নামে প্রতারণা: ডিবি ওসি পরিচয়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে গ্রেফতার

মাদকাসক্ত আসামি ছাড়ানোর নামে প্রতারণা: ডিবি ওসি পরিচয়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে গ্রেফতার

ডিবি পুলিশের ওসি পরিচয়ে মাদকাসক্ত আসামি ছেড়ে দেওয়ার কথা বলে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের এক সদস্য জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শেখ হাসিনার ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর ডিবি পুলিশের এসআই মো. ফয়েজ আহমেদ জানান, অভিযুক্ত জাকির দীর্ঘদিন ধরে ডিবির ওসি সোহাগসহ বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে আসছিল।

২৩ জানুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাপিলাতুলি গ্রামের এক মাদকাসক্ত যুবক পারভেজকে মাদক সেবনের দায়ে আটক করে ডিবি পুলিশ। এরপর প্রতারক জাকির, ডিবি পুলিশের ওসি পরিচয়ে পারভেজের স্ত্রী আমেনা খাতুনকে ফোন দিয়ে দাবি করে, ৫০ হাজার টাকা দিলে তার স্বামীসহ আটককৃতদের ছেড়ে দেওয়া হবে। ভয়ে আমেনা খাতুন দুই দফায় ৪৪ হাজার টাকা পাঠান। পরে বিষয়টি জানার পর ডিবি পুলিশ তদন্তে নামে।

তদন্ত শেষে ব্রাহ্মণবাড়িয়ার শেখ হাসিনা ব্রিজ এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করা হয়। জাকির স্বীকার করেন, তিনি ডিবি ওসি সোহাগের পরিচয়ে ভিন্ন ভিন্ন থানায় চাঁদা আদায় করতেন। এ কাজে তিনি রিকশাচালক বা দিনমজুর হিসেবে কাজ করতেন।

প্রতারক চক্র থানার ঘটনাগুলোর বিষয়ে খোঁজ নিয়ে সেখানকার ওসির নাম ব্যবহার করে বাদী ও বিবাদীদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করত। টাকা পেয়ে মোবাইল ফোন বন্ধ করে দিত তারা। জাকিরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সুনামগঞ্জসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।