মাদারীপুরে ব্যাপক সংঘর্ষ, গোলাগুলি বোমা বিস্ফোরণ, আহত ২৪

মাদারীপুরে ব্যাপক সংঘর্ষ, গোলাগুলি বোমা বিস্ফোরণ, আহত ২৪

মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অন্যদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরে স্থানীয় আপং কাজী ও কবির খান গ্রুপের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ ঘটে বলে অভিযোগ উঠেছে। এসময় শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশসূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা মিরাজ খানের বাঁ পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে স্থানীয় আপাং কাজীর লোকজন। এ ঘটনায় কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তীতে আসামিদের গ্রেপ্তার করার জন্য ওই এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে মামলার বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় আসামিরা।রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। এরপর আজ শনিবার আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশরাফ রাসেল বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার ভোরে পূর্ব এনায়েতনগরে দু'পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অনেক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।