টানা ২ ম্যাচে হোঁচট খেল লিভারপুল

এবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল লিভারপুল। গত রাউন্ডে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে ১-১ ড্র করেছিল তারা।
নিউক্যাসলের বিপক্ষে লিগে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল।
এদিন শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না তারা। ১৩তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করে নিউক্যাসল। বাঁ দিক দিয়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকে কাছ থেকে ক্যালাম উইলসনের নেওয়া শট ব্লক করেন ফাবিনিয়ো।
৩৪তম মিনিটে লিভারপুলের দারুণ একটি সুযোগ নষ্ট হয়। জর্ডান হেন্ডারসনের ক্রস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে শট নেন মোহামেদ সালাহ। এগিয়ে এসে হাত বাড়িয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন নিউক্যাসল গোলরক্ষক কার্ল ডারলো।
এরপর দ্বিতীয়ার্ধেও একইভাবে গোলবঞ্চিত থাকে দুই দল।
১৬ ম্যাচে ৯ জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল।
১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি তিনে, তাদের সমান পয়েন্ট নিয়ে চারে আছে এক ম্যাচ কম খেলা এভারটন।
ভোরের আলো/ভিঅ/৩১/১২/২০২০