মানবাধিকার কমিশন বরিশাল মহানগরের সম্মেলন অনুষ্ঠিত

মানবাধিকার কমিশন বরিশাল মহানগরের সম্মেলন অনুষ্ঠিত

মানবাধিকার কমিশন বরিশাল মহানগরে সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার সম্মেলন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। 

শনিবার (২১শে জানুয়ারি) সকাল ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে শেষে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্নর আক্তারুজ্জামান বাবুল, সিনিয়র ডেপুটি গভর্নর ডাঃ আনোয়ার ফরাজী ইমন, ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূঁইয়া, ডেপুটি গভর্নর কাজী আল-মামুন, ডেপুটি গভর্নর সৈয়দ আজমুল হক, ডেপুটি গভর্নর গোলাম কিবরিয়া মোল্লা।

আলোচনা সভার সভাপতিত্বে করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন  বরিশাল মহানগর শাখার সভাপতি মোঃআবু মাসুম ফয়সাল। 

সভার সঞ্চালনায় করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগরে নির্বাহী সাধারণ সম্পাদক হাদিছুর রহমান পান্না বিশ্বাস। 

আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন, বরিশাল মহানগর কমিটির সদস্য, ওয়ার্ড কমিটির ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা। এ সময়ে বক্তারা তাদের বক্তব্যে মনবাধিকা রক্ষায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।