মেহেন্দিগঞ্জে নববধূ গণধর্ষণের শিকারের অভিযোগ : লজ্জায় আত্মহত্যার চেষ্টা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক এলাকায় এক নববধূকে ৩ বন্ধু পালক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্য গণধর্ষনের শাস্তি স্বরূপ ২০ হাজার টাকা জরিমানা করে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। লজ্জা এবং ক্ষোভে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ। তাকে পার্শ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের গ্রামের বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় ওই নববধূ (১৭)।
স্থানীয়রা জানায়, তিন মাস আগে ওই কিশোরীর বিয়ে হয়। তবে সে আন্ধারমানিক গ্রামে তার বাবার বাসায় অবস্থান করছিলেন।
গৃহবধূর ভগ্নিপতি আবু বক্কর জানান, গত রোববার রাত ১টার দিকে প্রতিবেশী দুলাল বেপারীর ছেলে বাবু বেপারী তার শ্যালিকাকে ডেকে নেয়। পরে একটি ঘরে আটকে বাবু এবং তার দুই বন্ধু রাজিব ও নাজমুল তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ নিয়ে ওই এলাকায় লোকজন জড়ো হলে স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) শাহ্ পরান ভূঁইয়া ওই রাতেই সেখানে উপস্থিত হন। তিনি শালিস মিমাংসার নামে ২০ হাজার টাকায় গণধর্ষনের ঘটনা চাপা দেয়ার চেষ্টা করেন। নববধূর পরিবার সমঝোতা নাকচ করে চলে যায়।
তবে ২ নম্বর ওয়ার্ডের মেম্বর শাহ্ পরান ভূঁইয়া গনধর্ষনের ঘটনায় শালিস করার অভিযোগ অস্বীকার করেছেন।
গতকাল সোমবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই তরুনী নববধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। স্বজনরা অসুস্থাবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশের দুটি দল ঘটনাস্থল এবং হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কিশোরী সজ্ঞাহীন। এ কারণে তার জবানবন্দি নেয়া যায়নি। তবে জ্ঞান ফিরলে তার কাছ থেকে তথ্য নিয়ে অভিযুক্তদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হবে।
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, ওই নববধূর সঙ্গে প্রতিবেশী এক যুবকের সম্পর্ক রয়েছে। রোববার রাতে নববধূ তার কথিত প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে। স্থানীয় ওয়ার্ড মেম্বর ওই ঘটনার শালিস বসিয়েছিলেন। তারপরও এ বিষয়ে অধিকতর তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।