মারা গেলেন বরিশাল মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সম্পাদক জিয়ার পিতা

বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়ার বাবা শতবর্ষী মমিনউদ্দিন সিকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর সাগরদী এলাকার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০ বছর। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মমিনউদ্দিন সিকদার মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ও তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নগরীর সাগরদী আলীয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে বিএনপি নেতার পিতৃবিয়োগের খবরে তার বাসায় ছুটে গিয়ে সমবেদনা জানান জেলা (উত্তর) বিএনপি সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদসহ দক্ষিণ জেলা ও মহানগরের বিএনপি নেতারা।
অপরদিকে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহও বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।