মারামারি থামাতে যাওয়ায় স্বেচ্ছাসেবককে কুপিয়ে আহত

মারামারি থামাতে যাওয়ায় স্বেচ্ছাসেবককে কুপিয়ে আহত

বরিশালে মারামারি থামাতে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠনের এক কর্মীকে দিনেদুপুরে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনার পর থানা পুলিশ হামলাকারী ভাড়ায় চালিত গাড়ির চালক বশিরকে আটক করেছে।

সোমবার দুপুরে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আজ (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নামেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে তারা বালতি, দা, কোদালসহ বিভিন্ন ধরণের সামগ্রী গোছানোর কাজ করছিলেন। এসময় শহীদ মিনার সংলগ্ন এলাকায় দুইজন ভাড়ায় চালিত গাড়ির চালকের মধ্যে কথাকাটির বিষয়টি তাদের নজরে আসে। হঠাৎ করেই তারা মারামারিতে লিপ্ত হলে বিডিক্লিন টিমের স্বেচ্ছাসেবকরা এগিয়ে যান এবং তাদের দুজনকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় বশির নামের এক চালক অপর চালককে দৌড়ে গিয়ে হামলার চেষ্টা চালাতে গিয়ে পাশে থাকা তাদের বালতির ওপর পরে যান। এসময় সেই বালতির ভেতরে থাকা একটি ধারালো দা নিয়ে বশির পুনরায় অপর চালকের ওপর হামলা চালাতে উদ্যত হয়। বশির অপর চালকের মাথায় আঘাত করতে গেলে হাত দিয়ে টিমের স্বেচ্ছাসেবক ও বিডিক্লিনের অতিরিক্ত সমন্বয়ন আইটি ও লজিস্টিক জাহিদ ইরফান বাধা দেয়। এতে তার ডান হাত কেটে গিয়ে ক্ষত হয়। আহত ইরফান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে এবং হামলাকারীকে পুলিশ নিয়ে গেছে।