মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন জেলেনস্কি

মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন জেলেনস্কি

এবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ভার্চুয়ালি ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার তিনি এই ভাষণ দেবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা ন্যান্সি পোলেসি। 

ন্যান্সি জানিয়েছেন, ‘জেলেনস্কিকে কংগ্রেসে স্বাগতম জানানোর জন্য আমরা উদগ্রীব হয়ে আছি। সিনেটও আমাদের সাথে আছে। গণতন্ত্র রক্ষায় ইউক্রেনের সাহসী জনগণের প্রতি সমর্থন জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

মার্কিন সময় বুধবার সকাল নয়টায় জেলেনস্কি ভাষণ দেবেন বলেও জানিয়েছেন পোলেসি। এদিকে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান পরিকল্পনা মাফিক গতি আগাচ্ছে না, এমনটাই জানিয়েছেন দেশটির ন্যাশনাল গার্ডের প্রধান ভিক্টর জোলোতভ।

রুশ প্রেসিডেন্ট পুতিনের সাবেক এই বডিগার্ড জানিয়েছেন, ‘আমি বলতে চাই, আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেই গতিতে সবকিছু এগোচ্ছে না।’

সূত্র: আল জাজিরা