মাশরাফি-মাহমুদুল্লাহকে পেয়ে আনন্দিত তামিম

বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) অটো চয়েজে মাহমুদউল্লাহকে সবার আগে দলে নেয় ঢাকা। এরপর প্লেয়ার্স ড্রাফটে ঢাকা প্রথম ডাকেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দলে ভেড়ায়।
বিসিবির এই দলটি চমক দেখায় তৃতীয় রাউন্ডে। ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ দলে টানেন জাতীয় দলের সাবেক সতীর্থ মাশরাফিকে। তিন ক্রিকেটারই রয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে। তাদের পারিশ্রমিক ৭০ লাখ টাকা করে। অর্থাৎ বাংলাদেশের এই তিন খেলোয়াড়ের জন্য ২ কোটি ১০ লাখ টাকা খরচ করতে হচ্ছে বিসিবির এই দলটিকে।
সতীর্থ মাশরাফি ও মাহমুদউল্লাহকে এক দলে পেয়ে রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তামিমের। ড্রাফট শেষে তামিম বলেন, ‘আসলে এরকম তো প্রত্যাশা করা যায় না । সাধারণ যেটা হয় প্রতিবার আমরা তিনজন তিন টিমে থাকি। এবার সৌভাগ্যবশত হয়েছে, খুব খুশি আমি। আমার মনে হয় ক্রিকেটে জেতা হারাটা তো সব না। ক্রিকেটে উপভোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তিনজন একসঙ্গে থাকল এমনিতেই উপভোগ করব।’
ভালো চ্যাম্পিয়ন হবো কি হবো না এটা অনেক পরের কথা। টিম নিয়ে অনেক খুশি, কিন্তু আমাদের ভালো খেলতে হবে।
দলের হয়ে ওপেনিং কে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, কোচ ও ক্যাপ্টেন এটা সিদ্ধান্ত নেবেন। সম্ভবত টপ ত্রিতে শেহজাদও আছে। এটা আমার হাতে না।
বাঁ-হাতি এ ব্যাটার আরও বলেন, ‘আমি কিছু খেলোয়াড় সাজেস্ট করেছি, রিয়াদ ভাই কিছু সাজেস্ট করেছে, সুমন ভাই সাজেস্ট করেছে, যেগুলোকে আমরা নিয়েছি। কিন্তু সবার শেষ কথা বিসিবিকে ধন্যবাদ দিতে হয়। শেষ মুহূর্তে এসে উনারা টেক ওভার করেছে। আমাদের বলা হয়েছিল যাকে ইচ্ছে নিতে পারবো। সাধারণত এমন সময় হয় যে একটা বাজেট ঠিক করে দেয়া হয় এবং বলে দেয় এর বেশি খরচ করা যাবে না। বিসিবি এই জায়গায় ব্রিলিয়্যান্ট ছিল। সব বোর্ড পরিচালক বলেছে যাকে ইচ্ছে নাও।’