মিজানের ঈদ উপহার ‘এইযে আমি’

মিজানের ঈদ উপহার ‘এইযে আমি’


বাংলাদেশের ব্যান্ড সংগীতে অন্যতম শক্তিশালী গায়ক মিজান। একাধিক ব্যান্ডের হয়ে তিনি গেয়েছেন বহু গান। তার গায়কির ভক্ত বিভিন্ন প্রজন্মের শ্রোতা। দীর্ঘ দিন ধরে দক্ষতার সঙ্গে গান করে আসছেন এই খ্যাতিমান শিল্পী।

বর্তমানে ব্যান্ড থেকে নিয়মিত গান না করলেও সিঙ্গেল গানে নিয়মিত মিজান। গেল ঈদেও তার গান প্রকাশ হয়েছিল। বাদ যাচ্ছে না আসন্ন কোরবানির ঈদও। এই ঈদে মিজানের কণ্ঠে আসছে নতুন গান ‘এইযে আমি’।

এই গানটি প্রকাশ করছে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। আগামী ২৩ জুলাই, বৃহস্পতিবার জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে গানটি।  ‘এইযে আমি’ গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। এর সুর ও সংগীতায়োজন করেছেন নব্বই দশকের অন্যতম সফল সংগীত পরিচালক মেহেদি।

গানটি নিয়ে মিজান বলেন, এটি একটি কথাসমৃদ্ধ গান। সেই সঙ্গে সুর-সংগীতও দারুণ হয়েছে। আমি চেষ্টা করেছি ভালোভাবে কণ্ঠে ধারণ করার। আশা করছি শ্রোতাদের মনে গানটি জায়গা করে নেবে।