বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হিসেবে গ্রেফতার হওয়া নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন শুনানি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ঠিক করেন।
মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য থাকলেও আদালত বলেন, এই আবেদন বিস্তারিত শুনবেন। এজন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হল।