মির্জিয়াগঞ্জের আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে আনন্দ রেলি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা চত্বর থেকে একটি আনন্দরলি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদের সভাপতিত্বে অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রফেসর জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, অ্যাডভোকেট ইউসুফ আলী, প্রফেসর ইউনুস আলী সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, যুবলীগের সাধারণ সম্পাদক মহাসিন মৃধা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা, সুবিদখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম রুবান, আমড়াগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহাগ সরদার ও দেউলি সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আদনান হোসেন শাওন প্রমুখ।