মুলাদীতে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা

মুলাদীতে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুলাদীতে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।

শুক্রবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আঃ বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, যুগ্ন-সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার, ধর্মবিষয়ক সম্পাদক বাবুল আকন, সহ-দপ্তর সম্পাদক জিয়াউল করিম মোল্লা, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক রাজু ভুইয়া, সদস্য মিজানুর রহমান টিটু, মনিরুল হাসান খান টিপু, উপজেলা কৃষকলীগ সভাপতি এস এম কামাল পাশা, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি, গাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন অশ্রু, নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান,  উপজেলা যুবলীগ আহবায়ক মাষ্টার জিয়া উদ্দিন মনির, শেরই আলম পালোয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অহিদ খান, সম্পাদক তরিকুল ইসলাম হিরন, পৌর যুবলীগ নেতা হাজ্বী মামুন হাওলাদার, সেন্টু সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, পৌর ছাত্রলীগ সম্পাদক জুয়েল হাওলাদার প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।