মুক্তি পাচ্ছে না ‘স্ফুলিঙ্গ’

মুক্তি পাচ্ছে না ‘স্ফুলিঙ্গ’

বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১৯ মার্চ মুক্তি পাবে স্ফুলিঙ্গ- এমনটাই কথা ছিল। কিন্তু ছবিটির পরিচালক তৌকীর আহমেদ জানিয়েছেন, ছবিটি মুক্তি পাচ্ছে না এদিন।

তিনি জানান, ‘ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ। আনকাট সেন্সর ছাড়পত্রও পেয়েছে। মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ‘স্ফুলিঙ্গ’। তারপরও মুক্তি সংক্রান্ত কিছু জটিলতার কারণে ১৯ মার্চ ছবিটি মুক্তি পাচ্ছে না। তবে মুক্তি দিতে পারলে আমাদের ভালো লাগতো।’

অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ আরও জানান, ‘ছবিটি কবে মুক্তি পাচ্ছে সেটা আপাতত জানাতে পারছি না। চলতি মাসে মুক্তি না দিলে তো আর শিগগির সম্ভব না। কারণ আগামী মাসেই রোজা শুরু হয়ে যাবে। দেখা যাক কী হয়।’
উল্লেখ্য, এই ছবিটি নির্মিত হয়েছে একটি ব্যান্ড দলকে ঘিরে। এর প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও রওনক হাসান। আরও আছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। ছবিটি প্রযোজনা করেছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।