কামাল লোহানীর মৃত্যুতে ডিডাব্লিউএফ এর শোক প্রকাশ

বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তত্ব, সাংবাদিক, বাংলাদেশ বেতারের অন্যতম সংগঠক, সংস্কৃতির বাতিঘর একুশে পদক পাওয়া বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি কামাল লোহানী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
আজ শনিবার সকাল ১০টার পরে কামাল লোহানী মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ মো. জহিরুল ইসলামসহ ডিডাব্লিউএফ পরিবার।