মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, মুক্তিযুদ্ধের গল্প বলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার প্রধান অতিথি ছিলেন।
শনিবার নগরের কাশিপুর স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, মুক্তিযুদ্ধের গল্প বলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অনেক ভালোবাসতেন। তাঁর ফরিদপুর জিলা স্কুলে অধ্যায়নকালে জাতির জনকের সঙ্গে দেখা ও কথা বলার সৌভাগ্য হয় বলে তিনি উল্লেখ করেন। পড়ালেখার উদ্দেশ্য ভালো চাকুরি নয়, ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হতে হলে জাতির জনকের আদর্শের বিকল্প নেই। জাতির জনকের আদর্শ শিক্ষার্থীদের ধারণ করার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. সোহেল মারুফের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কাশিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মামুন অর রশিদ।
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, মুক্তিযুদ্ধের গল্প বলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আব্দুস সাত্তার বীর উত্তম ও বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক তাদের বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে সহকারী তথ্য অফিসার লেলিন বালা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন। এসময় ১০ জন বিজয়ীদের মধ্যে জাতির জনকের অসমাপ্ত আত্ম জীবনী বই উপহার দেন মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার।